Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৬

বৃষ্টির কারণে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তৃতীয় দিনেও মাঠে গড়ায়নি একটি বলও। দুই আম্পায়ার বেশ কয়েকবার মাঠ পরিদর্শনের পর বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেছেন।

প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। সেদিন ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি খেলা। আজ সকাল থেকে তেমন বৃষ্টি না থাকলেও পুরো আউটফিল্ড ছিল ভেজা। আউটফিল্ড শুকাতে ব্যস্ত দেখা গেছে মাঠকর্মীদের। তবে কিছুতেই মাঠ খেলার উপযোগী করতে পারেননি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সকাল থেকে বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ড কেটেলবোরো। স্থানীয় সময় দুপুর ২টায় সবশেষ পরিদর্শনের পর দুই আম্পায়ার ঘোষণা করেন, গতদিনের মতো আজও খেলা মাঠে গড়াবে না।

চেন্নাই টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর