Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্যোৎস্নার মায়াবী সাইকেল


১১ এপ্রিল ২০২৪ ১৩:০২

শব্দ লিখি, শব্দ মুছে ফেলি
অণু পরমাণু ভাঙতে ভাঙতে ভেঙে যায় আলোর সরগম
এই কি শুরু, এই কি শেষ তবে?
চুপগুলোকে সারিয়ে তুলছে আবিষ্কারের ক্রোমোজোম

দ্বিধা থেকে রং কুড়িয়ে নিচ্ছে তছনছ
কুসুমের মন,
কৃত্রিম ছুঁয়ে ছুঁয়ে থাকা

এ চরাচরে কোথাও কোনও মেঘ নেই, বৃষ্টি নেই
নিস্পৃহ দুটো শরীর যেন শব-সাধনা

মোমবাতি নিভে যায়,
একঝাঁক পাখি হেঁটে আসছে শব্দের আল বরাবর

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর ২০২৪ বিশেষ সংখ্যা কবিতা জ্যোৎস্নার মায়াবী সাইকেল সৈকত ঘোষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর