Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলমের প্রার্থিতা বহাল, সিমিন হোসেন রিমির আবেদন খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ১৫:২২

ঢাকা: গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বহাল থাকছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে সিমিন হোসেন রিমির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর। আলম আহমেদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন খান মোহাম্মদ শামীম আজিজ।

রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাইকালে ঋণখেলাপি হওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা ও তাজউদ্দীন আহমদের ভাগনে আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।

পরে তিনি আপিল করেন। গত ১৩ ডিসেম্বর আপিল শুনানিতে আলম আহমেদের প্রার্থিতা ফিরে পেতে করা আবেদন নামঞ্জুর করে ইসি।
এরপর তিনি এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট তার রিট খারিজ করে দেন।

পরে এই আদেশের বিরুদ্ধেও আপিল বিভাগে আবেদন করেন তিনি। গত ১৯ ডিসেম্বর চেম্বার আদালত আলম আহমেদকে নিৰ্বাচনে অংশ নিতে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন।

এরপর এই আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সিমিন হোসেন রিমির আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে আলম আহমেদের প্রার্থিতা বহালই থাকছে।

সারাবাংলা/কেআইএফ/এমও

আবেদন খারিজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থিতা বহাল সিমিন হোসেন রিমি

বিজ্ঞাপন

জংলির শো বেড়ে দ্বিগুণ
৮ এপ্রিল ২০২৫ ১৭:১০

আরো

সম্পর্কিত খবর