Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৩ ১১:৫১

প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীতে গলায় ফাঁস দেওয়া এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কয়েরদাঁড়া লেকসিটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই বৃদ্ধ ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে জানালা দিয়ে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীরা কেউ তার নাম পরিচয় জানে না।

বিজ্ঞাপন

৭৫ বছর বয়সী ওই বৃদ্ধ বিভিন্ন মাজারে ভিক্ষা করতেন বলে জানিয়েছেন স্থানীরা। তিনি সেখানে কালু ফকির নামে পরিচিত। তবে তার আসল নাম পরিচয় পাওয়া যায়নি।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ইআ

ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর