Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে: দীপু মনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২২ ১৯:৪১

চাঁদপুর: করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইনসে ‘পুলিশের ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের যেভাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কি হয়েছে, এ বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের সবার সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

‘যাদের এই শিখন ঘাটতি হয়েছে, তাদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে কিভাবে এই ঘাটতি পূরণ করবে, কোথায় আমরা রেমিডিয়াল ক্লাস করাব, কোথায় আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেব এ বিষয়ে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হয়ে যাবে, বলেও জানান মন্ত্রী।

এর আগে, জাতীয় মৎস্য সপ্তাহের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

সারাবাংলা/এমও

করোনার ঘাটতি দীপু মনি পরিকল্পনা প্রণয়ন