Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মার্চের জনসভায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু


৭ মার্চ ২০১৮ ২২:২৭ | আপডেট: ৭ মার্চ ২০১৮ ২২:২৮

ধামরাই করেসপন্ডেন্ট, ঢাকা  

ধামরাই: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের ৭ মার্চের  জনসভায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ধামরাইয়ের দেপাশাই গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

দশম শ্রেণির ছাত্র শাকিল আহমেদ বাসের জানালা দিয়ে বাইরে মাথা বের করলে গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শাকিল সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়ে।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধামরাইর সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ  বলেন,  নিহত সেই ছাত্রের মৃত্যুতে গভীর শোক জানানো হয়েছে  এবং একটি তদন্ত কমিটি করা হয়েছে। কেন মারা গেল তদন্ত রিপোট পেলে ব্যবস্থা নেওয়ার হবে।

এই ঘটনার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, তদন্ত করা হচ্ছে ছাত্রটি কেন মারা গেলো। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/আইকে/এমআই

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর