Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার


৭ মার্চ ২০১৮ ২১:৪২ | আপডেট: ৭ মার্চ ২০১৮ ২১:৫১
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর দারুস সালাম থানার বসুপাড়া এলাকার একটি বাসার পিছনের খাল থেকে অজ্ঞাত আনুমানিক (২২) বছরের এক তরুণীর হাত-পা বাঁধা বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭মার্চ) বিকালের দিকে পঁচনধরা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) রায়হানুজ্জামান বলেন, খবর পেয়ে বিকেলে বসুপাড়া এলাকার একটি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করি। মৃতদেহের হাত-পা বাঁধা ছিল এবং গলায়ও দাগ আছে। মৃতদেহটিতে পঁচন ধরে গিয়েছিলো।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুস্কৃতকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মৃতদেহ গুম করার উদ্দেশ্যে ফেলে রেখে গেছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
সারাবাংলা/এসএস/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর