Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলাপুরে খালেদের টর্চার সেলে র‌্যাবের অভিযান


১৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৬

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের উল্টো দিকে ইস্টার্ন টাওয়ারে যুবলীগ নেতা খালেদের টর্চার সেলের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র‌্যাব-৩।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খালেদকে সন্ধ্যায় গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে, কমলাপুরে টর্চার সেলে অভিযান শুরু করা হয়।

র‌্যাব-৩ এর সিও লে. কর্নেল কেএম শফিউল্লাহ জানান, ওই টর্চার সেলে নির্যাতনের অনেক ধরণের যন্ত্রপাতি পাওয়া গেছে। জানা গেছে, চাঁদা চেয়ে কেউ না দিলে তাকে ধরে নিয়ে ওই সেলে নানা প্রকার নির্যাতন করা হতো।

খালেদ টপ নিউজ লে. কর্নেল কেএম শফিউল্লাহ