Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরের পালাসোনায় অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার


১৫ জুন ২০১৯ ১৬:৪৫

গাজীপুর: গাজীপুরের পালাসোনা এলাকা থেকে আসমত আলী নামে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।

ওই দিন গভীর রাতে পলাসোনা এলাকার তুরাগ নদীর পাড়ে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রাত একটার দিকে ঘটনাস্থলে গিয়ে আসমত আলীর লাশ উদ্ধার করে গাছা থানায় নিয়ে আসে।

পুলিশের ধারণা, অটোরিক্সা চালককে ছুরি জাতীয় ধারালো কিছু দিয়ে  র আঘাতে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত আসমত আলী স্ত্রী সন্তান নিয়ে বোর্ডবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সে শেরপুর জেলার নান্দাবাড়ি থানার আন্ধারপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী জোবেদা বেগম বাদী হয়ে গাছা থানায় অজ্ঞাত পরিচয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিদনি।

সারাবাংলা/এমআই

অটোরিকশা গাজীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর