Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ লেখক ঐক্যের ১০ প্রস্তাব


২৭ এপ্রিল ২০১৯ ১৫:২৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৫:২৮

লেখক-সাহিত্যিকদের স্বার্থরক্ষা ও প্রকাশনা জগতের উন্নয়নে ১০টি প্রস্তাব পেশ করেছে ‘বাংলাদেশ লেখক ঐক্য’ সংগঠন। শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর হাতিপুলের ‘লেখক আড্ডা’য় আসন্ন ২০১৯-২০২০ সালের বাজেটকে সামনে রেখে এসব প্রস্তাবনা জানানো হয়। সংগঠনের সভাপতি ফাহমিদুল হক লিখিত এই প্রস্তাবগুলো পাঠ করেন। এছাড়া, প্রেক্ষাপট তুলে ধরেন সাধারণ সম্পাদক শওকত হোসেন।

প্রস্তাবগুলোর মধ্যে প্রথমেই রয়েছে, বাঙালি ১২২ লেখকের রচনাবলী প্রকাশের জন্য বাংলা একাডেমিকে জাতীয় বাজেট থেকে পৃথক প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ করা। এর পরের প্রস্তাব হলো, সরকারি অর্থায়নে বইক্রয়ের প্রক্রিয়া অব্যাহত রাখা ও বইক্রয়ের প্রক্রিয়াটি দলীয় প্রভাবমুক্ত রাখা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে একটি স্থায়ী ‘লেখক চিকিৎসা তহবিল’ করার দাবি জানানো হয়। এছাড়া ভর্তুকিতে ‘লেখক কাগজ’ পুনরায় চালু করার প্রস্তাব তুলে ধরা হয়, যাতে প্রকাশনায় গতিশীলতা আসে এবং কমমূল্যে পাঠক বই কিনতে পারে। প্রস্তাবের মধ্যে গ্রন্থ প্রকাশনাকে শিল্প বা ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দেবার দাবিও জানানো হয়। ভারতে বাংলাদেশি বইয়ের বিক্রয়কেন্দ্র খোলার পরামর্শ দেয়া হয় এবং একইভাবে সরকারি উদ্যোগে থানা পর্যায় পর্যন্ত বিক্রয়কেন্দ্র খোলার দাবি জানানো হয়।

এছাড়া, ‘জাতীয় অনুবাদ ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠার ব্যাপারে সংবাদ সম্মেলনে বিশেষভাবে প্রস্তাব করা হয়। যেখান থেকে বাংলাভাষার চিরায়ত ও সাম্প্রতিক বই অনূদিত হতে হবে, পাশাপাশি বিদেশের বই বাংলায় অনূদিত হবে। এছাড়া ‘বাংলা উন্নয়ন বোর্ড’ পুনরায় গঠন করার জন্য প্রস্তাব করা হয়, যেখান থেকে উচ্চশিক্ষার জন্য পাঠ্যপুস্তক ও গবেষণাধর্মী বই প্রকাশিত হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন থেকে সারাদেশের পাঠাগারসংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব দেয়া হয়। দেশজুড়ে শিশু একাডেমির সব শাখায় শিশু-বিনোদন ও মননশীলতার চর্চা বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করা হয়। জাতীয় বাজেটে সব ধরনের গবেষণা-খাতকে বিশেষ ‍গুরুত্ব দেবার জন্য প্রস্তাব করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রকাশনা ও অর্থ সম্পাদক কবি আলমগীর খান, কার্যকরী কমিটির সদস্য কবি ও প্রকাশক আমীরুল বাসার, অনুবাদক শওকত হোসেন, সমাজকর্মী আব্দুল হালিম খান, কবি গাজী রফিক, কবি তুষার প্রসূন, সংগঠক নাজিফা তাসনিম খানম তিশা ও আরও অনেকে।

সারাবাংলা/এনএইচ/

জাতীয় বাজেট প্রস্তাবনা বাংলাদেশ লেখক ঐক্য