Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় ৯৯৯’এ কল করে উদ্ধার পেল লিফটে আটকে পড়া নাসির


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর উত্তরায় লিফটে আটকে পড়া এক ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার সফিকুল ইসলাম জানিয়েছেন, ৯৯৯ এর মাধ্যমে আমরা জানতে পারি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এক কিশোর প্রায় ১ ঘণ্টা ধরে আটকে রয়েছে। অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে ১০ মিনিটের মধ্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বন্ধুর বাসায় গিয়েছিল ওই কিশোর, লিফটে উঠে এই ঘটনার শিকার হয়। ভবনটির অন্যান্য ফ্ল্যাটের লোকজন এবং প্রতিবেশিরা অনেক চেষ্টা করেছে তাকে উদ্ধার করতে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারপর ওই কিশোর নিজেই ৯৯৯ নম্বরে কল করে উত্তরা ফায়ার স্টেশনে।

উদ্ধার পাওয়া কিশোরের নাম মো. নাসির উল্লাহ (১৮)। নাসির মমতাজ উদ্দিন কলেজের ২য় বর্ষের ছাত্র। তিনি বলেন, ৯৯৯ সেবা না থাকলে কী যে হতো! আমি ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাতে চাই।

সারাবাংলা/ইউজে/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর