Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধামরাইয়ে ২ নিরাপত্তাকর্মীকে কুপিয়ে খুন


৬ জানুয়ারি ২০১৮ ১৪:৫৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : ঢাকার ধামরাইয়ে একটি পরিত্যক্ত কারখানার দুই নিরাপত্তাকর্মীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। ধামরাই থানা পুলিশ সারাবাংলাকে জানিয়েছে, ওই কারখানাটি পরিত্যক্ত ছিল। সেটি কোনো এক সময় পানি তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হতো। এখন পরিত্যক্ত অবস্থায় ছিল।

শুক্রবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জ জেলার রাজা মিয়া (৫০) ও বগুড়ার শহিদ মিয়া (৩৮)।

ধামরাই থানার ওসি রেজাউল হক জানিয়েছেন, পুলিশ এরইমধ্যে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে নিয়মিত মামলা করা হবে। এ ঘটনায় বালাম মোল্লা (৫৫) নামে অপর এক নিরাপত্তাপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সারাবাংলা/একে

কুপিয়ে ‍খুন খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর