জন্মগতভাবেই প্রতিটি প্রাণী পশুসত্ত্বা নিয়ে পৃথিবীতে আসে। পশু হয়ে জন্মাবার বড় সুবিধা হলো জন্মসূত্রে পশু হওয়া যায়। কিন্তু মানুষ হতে হলে তাকে পশুসত্ত্বা ছাড়াও মনুষ্যসত্ত্বা অর্জন করতে হয়। মানুষকে তার দীর্ঘ জীবনপরিক্রমায় জ্ঞান, গরিমা, শিক্ষা, তত্ত্ব, দর্শনের মুখোমুখি হয়ে তা থেকে অর্জিত জীবনাচরণে মনুষ্য সত্ত্বার বিকাশ ঘটাতে হয়। পশুসত্ত্বা থেকে আবেগ আর মনুষ্যসত্ত্বা থেকে বিবেকের […]
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৩১