নির্মিত হয়েছে মিউজিক্যাল ওয়েবফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে এটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল। একজন সিঙ্গেল মাদার ও নিঃসঙ্গ বেড়ে ওঠা সন্তানের মধ্যকার দুরত্ব নিয়ে এর গল্প। এতে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান। খুব শিগগিরই চলচ্চিত্রটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। নির্মাতা হিমেল বলেন, “শুভ্র খানের লেখা গল্পটি প্রথম আকর্ষণ করেছিল। গানগুলোও লেখা ছিল। পড়ে মনে […]
২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯