Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইডেনের ডাকটিকিটে গ্রেটা থুনবারি

পরিবেশ ও জলবায়ু ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১ ১৭:৫১

জলবায়ু আন্দোলনের সুইডিশ কর্মী গ্রেটা থুনবারির ছবি সম্বলিত ডাকটিকিট প্রকাশ করেছে দেশটির ডাক বিভাগ। খবর ডয়চে ভেলে।

এদিকে, সুইডেনের ডাক বিভাগ প্রকাশিত ডাকটিকিটগুলোতে গ্রেটা ছাড়াও ফুটবলার ইব্রাহিমোভিচ এবং অভিনেত্রী গ্রেটা গার্বোর মতো তারকাদের ছবিও রয়েছে।

অন্যদিকে, সুইডেন প্রকাশিত ওই ডাকটিকিটে দেখা যাচ্ছে – হলুদ রেইনকোট পরে গ্রেটা থুনবারি পাহাড়ের কোলে দাঁড়িয়ে উড়ন্ত পাখির ঝাঁক দেখছেন।

এ ব্যাপারে সুইডিশ ডাক বিভাগের প্রধান ক্রিস্টিনা ওলফডটার বলেন, গ্রেটা থুনবারির ছবি সম্বলিত ডাকটিকিট প্রকাশের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে সুইডেন।

এর আগে, ২০১৮ সালে গ্রেটা থুনবারি স্টকহোমের পার্লামেন্ট ভবনের সামনে নিজের তৈরি প্ল্যাকার্ড হাতে নিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশ্বব্যাপী আলোচনায় এসেছিলেন। তার কয়েক মাসের মধ্যে ১৩৫ দেশের ২০ লাখেরও বেশি শিক্ষার্থী পরিবেশ রক্ষা আন্দোলনে থুনবারিকে সমর্থন করে নিজেদের দেশে পরিবেশ আন্দোলনে সক্রিয় হয়। বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা সৃষ্টি করার পর ২০১৯ সালে গ্রেটা জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বক্তৃতা দেওয়ার সুযোগ পান।

সারাবাংলা/একেএম

গ্রেটা থুনবারি ডাকটিকিট পরিবেশ আন্দোলন সুইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর