দিল্লির বাতাস বিশুদ্ধ হচ্ছে
১৮ আগস্ট ২০১৯ ২০:৪৬ | আপডেট: ২২ আগস্ট ২০১৯ ১৮:০৮
বিগত আট বছরের মধ্যে ভারতের রাজধানী দিল্লির বাতাস এখন সবচেয়ে বিশুদ্ধ। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত বায়ু দূষণের হারও সবচেয়ে কম। তবু দিল্লির বাতাস এখনও খুব ভালো নয়। গ্রহণযোগ্য মাত্রার চেয়ে ২-৩ গুন বেশি দূষিত দিল্লির বায়ু। দিল্লি বেশ কয়েকবার পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ুর শহরের তকমা পেয়েছে।
বাতাসের উন্নতি হওয়ায় বাহবা দেওয়া হচ্ছে দিল্লি ও কেন্দ্রীয় সরকারকে যৌথভাবে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দিল্লিতে বায়ু দূষণ কমানো সম্ভব হয়েছে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ সংস্থার মতে, ২০১৮ সালে দিল্লির পিএম২.৫ লেভেল কমেছে শতকরা ৭.৩ ভাগ।
আগস্টের শেষ ১০ দিন দিল্লির বাতাস সন্তোষজনক। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৫৫ থেকে ৭০ এর মধ্যে থাকছে। বলে মন্তব্য করেছেন দূষণ নিয়ন্ত্রণ সংস্থার এক কর্মকর্তা।
দূষণ কমা কিংবা বাড়ায় মানুষেরই ভূমিকা রয়েছে। তাই তাদের সচেতন করতে পারলে দিল্লির বাতাস আরও দূষণমুক্ত করা যাবে বলে ভাবে সংস্থাটি।
দিল্লির বাতাস দূষণমুক্ত করতে সরকার গৃহীত পদক্ষেপগুলো হলো, জ্বালানি নিয়ন্ত্রণ, বদহোরপুর পাওয়ার প্ল্যান্ট বন্ধ করা, জনসাধারণের অভিযোগ শোনা, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা তৈরি করা।